নিউজডেস্ক :
রায়গঞ্জ শহরের নিষ্ক্রিয় হয়ে থাকা বাস টার্মিনাস প্রকল্পে অবশেষে নড়চড় দেখা গেল। প্রায় চার মাসের দীর্ঘ অপেক্ষার পর সিলিগুড়ি মোড় সংলগ্ন নতুন বাস টার্মিনাসের নির্মাণকাজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। জমিতে মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ চলতে দেখা যায়। রিমুভার ট্রাক ও ট্রলি সকাল থেকেই নিয়মিতভাবে মাটি নিয়ে এসে ফেলছে। পাশাপাশি সুভাষগঞ্জ দিক থেকেও মাটি আসছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গত ৩১ মে এই বাসস্ট্যান্ড উন্নয়ন প্রকল্প নিয়ে পুরসভার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন তৎকালীন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু ঘোষণার পরও দীর্ঘদিন কাজ শুরু না হওয়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
অবশেষে শুক্রবার কাজ শুরু হওয়ায় শহরবাসীর মনে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, নতুন বাস টার্মিনাস তৈরি হলে রায়গঞ্জ শহরে যানজট কমবে এবং পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। শহরের সামগ্রিক উন্নয়নের দিকে এটি হবে বড় পদক্ষেপ।
শহরের উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের আশা—এই প্রকল্প সময়মতো শেষ হলে রায়গঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও সুসংগঠিত হবে ও শহরে যানজট কমবে।