লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এই ন্যায়যাত্রা নিয়ে উৎসাহিত কংগ্রেসের দলীয় নেতা-কর্মীরা। রবিবার রাতে চোপড়ার নলবাড়ি এলাকায় মহানন্দা নদীর কাছে তাঁবুতে রাত্রি যাপন করবেন রাহুল গান্ধী। এবং সোমবার সকালে মিছিলে যোগ দিয়ে ইসলামপুর পৌঁছবেন রাহুল গান্ধী। এবং ইসলামপুরের পরে পাঞ্জিপাড়া পার করে কিশানগঞ্জ হয়ে বিহারে যাবেন তিনি।
রবিবার সন্ধ্যে ৭.৩০ নাগাদ চোপড়ায় পৌঁছান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন অধীর চৌধুরী সহ জেলার নেতা-নেত্রীরা।