নিউজডেস্ক: ভারতীয় ফুটবল প্রেমীরা অবশ্যই হায়দরাবাদ এফসি-র সেন্টার ব্যাক ফুটবলার চিংলেনসানা সিংহকে ভালো করেই চেনেন। তরুন এই ফুটবলার মনিপুরের বাসিন্দা। এবার এই ফুটবলার মনিপুরের জাতিগত দাঙ্গার শিকার হলেন। সর্বস্ব কেড়ে নিল মনিপুরের হিংসা। পুড়িয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি, খামার, নষ্ট করে দেওয়া হয়েছে বাচ্চাদের খেলা শেখানোর জন্য বানানো খেলার মাঠ। কপাল জোরে সম্বলরূপে রয়েগেছে পরিবারটি। তাঁরা এখন মনিপুরের কোনো ত্রান শিবিরে।

গত প্রায় আড়াই মাস থেকে জাতি দাঙ্গায় জ্বলছে মণিপুর। হিংসার আগুনে বলি হয়েছে শতাধিক মানুষ। মণিপুরের চুরাচাঁদপুরের বাসিন্দা চিংলেনসানা। মেসেজ, মিসড কল দেখার পর অস্থির চিংলেনসানা বহু চেষ্টার করে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোনে কথা বলার সময় সময় বন্দুকের গুলির আওয়াজ শুনতে পান হায়দরাবাদ এফসি-র এই সেন্টার ব্যাক। তখনি সিদ্ধান্ত নেন মা-বাবার কাছে যাবেন। বাড়ি, গ্রাম, তরুণ ফুটবলার তৈরি করার স্বপ্ন শেষ হয়ে গেছে তাঁর। পরিবারকে হারাতে চান না তরুন এই ফুটবলার।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *