ইসলামপুর শহরের বিগবাজেটের কালীপুজোগুলির মধ্যে অন্যতম রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পুজো। এবার মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন উদ্যোক্তারা। প্রতি বছর নতুন নতুন থিম কিংবা আকর্ষণীয় মণ্ডপ তৈরি করে চমক দেয় রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হাতে আর মাত্র ক’দিন আছে। তাই পুজোর শেষ মুহূর্তের প্রস্ততিতে ব্যস্ত ক্লাব সদস্যরা। বিগবাজেটের এই পুজো যাতে সকলের কাছে আদর্শ হয়ে ওঠে তাই নাওয়া খাওয়া ভুলে ঝাঁপিয়েছেন সকলে। কেউ মণ্ডপের কাজ দেখছেন, কেউ আমন্ত্রণ জানাতে ছুটছেন। কেউ আবার হিসেব নিকেশ দেখছেন।
ক্লাবের পুজো কমিটির সভাপতি চিরঞ্জিত দেবনাথ বলেন, এবার আমাদের পুজোর ২৮তম বর্ষ। মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপটি ৮৫ ফুট চওড়া এবং উচ্চতা ৫৫ ফুট হচ্ছে। মণ্ডপের ভিতর প্রবেশ করলে ডাকের সাজের কালী প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। নদীয়া ও শিলিগুড়ির মণ্ডপশিল্পীরা আমাদের মণ্ডপ তৈরি কাজ করছেন। আলোকসজ্জাতেও চমক থাকছে। প্রতি বছর আমরা নতুন নতুন কিছু করে থাকি, যাতে দর্শনার্থীদের ভালো লাগে। পুজোকে কেন্দ্র করে কিছু সামজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ১১ নভেম্বর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করবেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এবার আমাদের পুজোর বাজেট আট লক্ষ টাকা। ক্লাব সদস্যদের চাঁদা, ডোনেশন ও বিজ্ঞাপনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে।
ক্লাব সদস্যরা জানিয়েছেন, মণ্ডপের দিকে তাকাতেই চোখে পড়বে শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু ও ভগবান শ্রীকৃষ্ণের নানা ভক্তিভাবের দৃশ্য। মণ্ডপের গাছে ছবির মাধ্যমে সেসমস্ত দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। একই ভাবে মণ্ডপের ভিতরে দেবী দর্শনের পাশাপাশি দেওয়ালে দেখা যাবে শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভুর ও শ্রীকৃষ্ণের ছবি। সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইসকনের কীর্তন চলবে।
শহরের রামকৃষ্ণপল্লি নিউ টাউন মোড় এলাকায় রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি তৈরির কাজ চলছে জোরকদমে। নদীয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। ভক্তি আন্দোলনের পথিকৃৎ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কালক্রমে পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। ইসকন মায়াপুরে সুদৃশ্য বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করেছে। অনেকেই মায়াপুর ঘুরতে যেতে পারেন না।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *