আর জি কর হাসপাতালের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। ট্রেনি ডাক্তারের নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩৬ ঘন্টা ডিউটি করার পর সেই প্রতিষ্ঠানে যেভাবে ধর্ষিতা হয়ে নিহত হতে হয়েছে তাতে নড়েচড়ে বসেছে গোটা সমাজ। আন্দোলনে নেমেছে চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, সমাজসেবী,নাট্যকর্মী, সাহিত্যিক ও সাধারণ মানুষ। গতকাল এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের চন্ডিতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। যাতে অংশগ্রহণ করেন চিকিৎসক, ট্রেনি চিকিৎসক, চিকিৎসা কর্মী, এম আর ও সমাজের সর্বস্তরের মানুষ।
একই ঘটনাকে কেন্দ্র করে আজ রায়গঞ্জের একটি মহিলা সংগঠন সহমর্মী প্রতিবাদ সভা করে চিরপরিচিত রায়গঞ্জ ঘড়ি মোড়ে। সেই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য, শান্তনু দাস, শিক্ষক ও সমাজকর্মী ভাস্কর ভট্টাচার্য, শুভ্র শংকর নাগ, পাপিয়া চক্রবর্তী, দেবযানী মুখার্জি,বিশিষ্ট কবি সাহিত্যিক শর্মিষ্ঠা ঘোষ, ভানু কিশোর সরকার, নাট্যকর্মী শ্রাবনী দে, সহমর্মীর সম্পাদিকা ঝুমা মিত্র সহ অন্যান্যরা। এই প্রতিবাদ সভা থেকে একাধিক প্রশ্ন তুলে ধরেন সকলে। দীপ্ত কন্ঠে প্রত্যেকে একটাই প্রশ্ন তোলেন, এর শেষ কোথায়? কবে বাবা মা তাদের সন্তানদের নিশ্চিন্তে একা ছাড়তে পারবেন? কোথায় মেয়েদের সুরক্ষা?
সহমর্মীর সম্পাদিকা ঝুমা মিত্র বলেন, আমরা দোষীদের আটক করার ও চরম শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।