নিউজডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উত্তর দিনাজপুর জেলার জয়জয়কার। দ্বিতীয়, নবম স্থানের পর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্মীতা মোদক রাজ্যের মধ্যের দশম স্থান অধিকারি করেছে।সে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী।তার প্রাপ্ত নাম্বার ৪৮৭।পুষ্মীতা জানিয়েছে আগামীতে সে অধ্যাপিকা হতে চায়।পড়াশোনার পাশাপাশি ছোটা বেলা থেকেই সে ছবি আঁকতে ভালোবাসে। পুষ্পীতার বাবা রতন মোদক একজন ব্যবসায়ী ও মা পলি মোদক গৃহবধূ। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মোদক পরিবার। পুষ্পীতার স্কুল ও পাড়ার সকলে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
