থানার উদ্যোগে আজ বেশ কিছু সাধারণ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, ব্যবসায়ী সংগঠনের সদস্য কানাইয়া লাল বোথরা সহ একাধিক পুলিশ আধিকারিক।বেশ কিছু সাধারণ মানুষদের মধ্যে আজ কম্বল বিতরণ করেন পুলিশেরা।
পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস জানান, পুলিশ জেলার বিভিন্ন থানা তে কালীপুজো অনুষ্ঠিত হয়, বিভিন্ন কার্যক্রম হয়। ইসলামপুর থানা বিগত কয়েক বছর ধরে ই শীত বস্ত্র বিতরণ করে এ বছরও সেটাই করা হচ্ছে।
ব্যবসায়ী সংগঠনের সদস্য কানাইয়া লালবাত্রা বলেন, প্রতিবছরই থানায় কালীপুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় একাধিক অনুষ্ঠান। সেইমতো আজ সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক কার্যক্রম রাখা হয়েছে।পাশাপাশি প্রতিবছরের ন্যায় কিছু দুস্ত সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
