নিউজডেস্ক : উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় নালা ভরাট করে অবৈধ নির্মানের অভিযোগ। মঙ্গলবার পুলিসের হস্তক্ষেপ নির্মান কাজ বন্ধ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দারা জানিয়েছে, বর্ষার সময় বিহারের মহানন্দা নদী ফুলেফেঁপে পাঞ্জিপাড়া এলাকায় ঢোকে। সেসময় ওই নালা দিয়েই জল বেড়িয়ে যায়। স্থানীরা এই নালাকে ‘সুধা নদী’ নামে জানে। কিন্তু সেই নালা বা সুধা নদীর ওপর নির্মান হচ্ছে। এভাবে নির্মান হলে বর্ষার সময় জল বেরহতে পারবে না। ফলে বর্ষার জলে ডুবে থাকবে গোটা পাঞ্জিপাড়া এলাকা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
জমির মালিকের দাবি:
জমি মালিক মহম্মদ গুড্ডু বলেন, জমির কাগজপত্র আমার কাছে আছে। জল নিকাশির জন্য কিছু জায়গা আমি ছারতেও রাজি আছি। কিন্ত তার পরেও পুলিশ আমার কাজ বন্ধ করে দিচ্ছে। তার অভিযোগ, তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে পুলিশ কাজ আটকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ারও হুমকি দিয়েছেন গুড্ডু সাহেব।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নদীতে নির্মান হলে বর্ষার সময় ঘরবাড়ি, কৃষি ফসল জলের তলায় চলে যাবে। এতে আর্থিক ক্ষতির মুখে পরবে বহু মানুষ।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।