ইসলামপুর কৃষি মন্ডিতে ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় কৃষকেরা। তাদের অভিযোগ, পারচেসিং অফিসার ও দালাল চক্র কুইন্টাল প্রতি তিন কেজি ধান ধলতা নিচ্ছিল বুধবার। তারপরে স্থানীয় চাষীরা বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা খাদ্য দপ্তরের নিয়ামক মুষির খান ঘটনাস্থলে পৌঁছান এবং আধিকারিকদের তিরস্কার করার পাশাপাশি আগামীকাল থেকে ধান কেনা বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের ইসলামপুর কৃষি বাজারের ধান কেনার কোটা অতিক্রম করে গেছে। তাই আগামী কাল থেকে আর কোন ধান কেনা হবে না।