নিউজডেস্ক: ২০ শতাংশ বোনাসের দাবিতে পুস্পা চা বাগানে শ্রমিকদের আন্দোলন চলছে প্রায় ২ ঘন্টা থেকে।আজ সকালে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পুষ্পা চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং করে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। সংগঠনের নেতৃত্বরা জানান, মালিকপক্ষের বক্তব্য তারা ৮ থেকে ১০ শতাংশ হারে বোনাস দেবে। কিন্তু সংগঠনের দাবি ২০ শতাংশ হারে বোনাসের । ২০ শতাংশ বোনাস শ্রমিকদের ন্যয্য অধিকার। তা থেকে মালিকপক্ষ বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা মেনে নেওয়ার কোন প্রশ্নই নেই। দ্রুত দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা । কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সে শ্রমিক- মালিক উভয় পক্ষের উপস্থিতিতে দুদিনের বৈঠকটি হয়। কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। মালিকরা সর্বশেষ ১৫ শতাংশ হারের বোনাস প্রস্তাব দেয়। জোটবদ্ধ শ্রমিকরা তা অস্বীকার করে। এমন পরিস্থিতিতে আগামী ১০ অক্টোবর চতুর্থ বোনাস বৈঠক ডাকা হয়েছে। এখন সেদিকেই চোখ লক্ষ লক্ষ চা শ্রমিকের। এদিনের গেট মিটিংয়ে নেতৃত্ব দেন নবীন বর্মন, বেনামী ,,সাগীর , ওলিয়ার রহমান, দিলীপ মন্ডল সহ আরো অনেকে ।