চিকিৎসার গাফিলতির অভিযোগ এক বেসরকারি নার্সিং হোমের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। শনিবার ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি চোপড়া ব্লকের কাটগাঁও এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন নামে এক প্রসূতি প্রসব যন্ত্রণা নিয়ে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। সেদিন সন্ধ্যায় ওই প্রসূতিকে সিজার করার জন্য OT তে নিয়ে যাওয়া হয়। প্রায় চার ঘন্টা পর OT থেকে ওই প্রসূতিকে বের করে নার্সিং হোমের চিকিৎসক। একদিন থাকার পর ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৯ জানুয়ারি ভোর রাতে ওই প্রসূতিকে রেফার করে দেয় উত্তরবঙ্গ মেডিক্যালে। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই প্রসূতি। পরিবারের লোকজনের অভিযোগ ভুল চিকিৎসার জন্য ওই রোগীর এমন অবস্থা হয়েছে। শনিবার রোগীকে ঠিক করে দেওয়ার দাবিতে নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। এই ঘটনায় নার্সিং হোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।