নিউজডেস্ক: বাংলা বিহার সীমান্তে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সরণপুর থেকে ভাটোল যাওয়ার রাস্তায় ইট ভাটার পাশে খুলছে সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি দেশী এবং বিলিতি মদের দোকান। অন্যদিকে বিহারে মদ নিষিদ্ধ হয়েছে অনেক দিন । যার ফলে বিহার থেকে মদ খাওয়ার জন্য ভিড় জমাতে পারেন সুরাপ্রেমীরস । এদিকে পাশেই রয়েছে কয়েকটি বিদ্যালয়। ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষকে। নিরাপত্তার অভাব বোধ করছে মেয়েরা।আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশংকাও রয়েছে। আর তাই মদের দোকান খুলতে না দেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল এলাকাবাসী,পড়ুয়া, শিক্ষকেরা। সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিক্ষোভকে সমর্থন জানিয়েছে জনপ্রতিনিধিরাও

বিক্ষোভে হাজির স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান। তারাও সমর্থন জানাচ্ছেন এলাকাবাসীদের দাবী কে।স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরব আলী বলেন, মদ্যপ অবস্থায় মানুষের মানসিক স্থিতি পাল্টে যায়। তাদের মধ্যে অপরাধের প্রবণতা বাড়ে। বারবার দেখা যায় মদ খেয়ে বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা হচ্ছে। সাধারণ মানুষ এবং একজন মদ্যপ মানুষের মধ্যে অনেক পার্থক্য। আমরা তাই এখানে মদের দোকান বন্ধের দাবি জানাচ্ছি। আমাদের পড়ুয়া,মহিলা সকলের সুরক্ষার বিষয়টি মাথা রাখা খুব দরকার

স্থানীয় পঞ্চায়েত সদস্য নজিবুল ইসলাম, তৃনমূল সভাপতি কাউসার আলম ও মদের দোকান খোলা নিয়ে আপত্তি জানিয়েছে।তাদের মতে মদের দোকান হলে চুরি, ছিনতাই, খুন, ধর্ষণের ঘটার সম্ভাবনা বাড়বে। পরিবেশ নষ্ট হবে এলাকার। শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *