লোকসভা ভোটের আগে উত্তপ্ত ইসলামপুর থানার কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের ঢুলিগাঁও গ্রাম। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ঢুলিগাঁও গ্রাম।সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ।ছররা গুলিতে আহত তিনজন। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির অভিযোগ পুলিশের সামনে গুলি চালানোর ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে রাস্তায় নেমে আন্দোলন করবেন। আহতদের অভিযোগ কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর দলবল এই ঘটনায় যুক্ত।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *