নিউজডেস্ক: পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেই এলাকায় উন্নয়নের কাজের শুভ সূচনা করল পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েত। প্রধানের আসনে বসেই মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান যমুনা রানী সরকারের প্রতিনিধি অজিত সরকার। পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের কুন্দরগাঁও সংসদে দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি উঠে আসছিল। গত পঞ্চায়েত বোর্ডের প্রতিনিধিরা অনেক কাজ করলেও বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছে বলে দাবি নবনির্বাচিত প্রধান প্রতিনিধির। এদিন পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের কুন্দরগাঁও এলাকায় তিন লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে ১১৫ মিটার পাকা ঢালাই রাস্তার নির্মাণ কার্যের সূচনা করা হয়। এই রাস্তার কাজ শুরু হওয়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির বাতাবরণ । আগামীতেও প্রতিশ্রুতি মোতাবেক পরিশ্রুত পানীয় জল, রাস্তা, ড্রেন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ সূচনা ধারাবাহিকভাবে চলবে বলে দাবি করেন পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি অজিত সরকার।