পোলট্টি মুরগি বোঝাই গাড়ি উল্টে গেল রাজ্য সড়কের ধারে।সাত সকালে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের বাঁকিপুর এলাকায়।
ভাদোর যাচ্ছিল গাড়িটি
জানা গেছে,বৃহস্পতিবার ভোর রাতে মুরগি বোঝাই করে মালদা মানিকচক রাজ্য সড়ক ধরে ভাদোর উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি।হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকিপুর এলাকার রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মেরে পাশে গাড়িটি উল্টে যায়।
আহত চালক
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষেরা।অল্প বিস্তর আহত হন গাড়ির চালক।তবে বড়ো ক্ষয় ক্ষতির কোন খবর নেই।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।