নিউজডেস্ক: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর হুমকি মন্ত্রের মতো কাজ করলো। ওনার হুমকিতেই সোমবার সক্কাল সক্কাল ওনার দরজায় হাজির হলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের চার উচ্চপদস্থ কর্তা। প্রাপ্ত খবর অনুযায়ী, রায়গঞ্জ কর্নজোড়া সার্কিট হাউসে তাদের এই বৈঠক চলছে।
গতকাল সকালে কালিয়াগঞ্জের সাহেবঘাটায় নিহত নাবালিকার বাড়িতে গিয়েছিলেন প্রিয়ঙ্ক কানুনগো। প্রায় ২ ঘণ্টা কথা বলেন নাবালিকার পরিবারের সাথে। এর পর ফিরে আসেন কর্নজোড়া সার্কিট হাউজে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি এখানে বেলা সাড়ে এগারোটায় ঘটনার তদন্তকারী আধিকারিক ও ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলব বলেছিলাম। কিন্তু দেড় ঘণ্টা পার হলেও কেউ আসেনি। আমি জেলাশাসকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাব। তিনি সিভিল সার্ভিস অ্যাক্ট ভঙ্গ করেছেন। এরপর নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গতকালই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি।
গতকালের ঘটনার পর আজ সকালেই জেলা প্রশাসনের আধিকারিকরা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর সাথে দেখা করে কথা বলতে সার্কিট হাউজে উপস্থিত হন।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
