অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিলাসপুর নাগরের কাছে জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় সাতজন বাংলাদেশী যুবককে। পুলিশ জানায় ধৃতদের নাম, দবিরুল ইসলাম বয়স (৩২),রেজাউল করিম বয়স (৩৬),নারুজ্জমান মিঞ্চা বয়স (৩২), মহম্মদ রাইহান কবির বয়স ( ২২), মহম্মদ মনির হুসেন বয়স (১৯), মহম্মদ আসরাফুল বয়স (৩৬), মহম্মদ মেহেদী হাসান বয়স (২৯)। জানা গেছে ঐ সাত জনের বাড়ি বাংলদেশে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে বিলাসপুর নাগর জাতীয় সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয় ধৃতদের। আজ তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।আটক এক বাংলাদেশি যুবক জানিয়েছেন দালাল চক্র মাধ্যমে ভারতে ঢুকেছে তারা। তাদের কাজ পাইয়ে দেওয়ার জন্য দালালরা তাদের এই দেশে নিয়ে আসে।