ডালখোলা থানার পুলিশের জালে ইসলামপুর থানা এলাকার চার দুষ্কৃতী। ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন, ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়। ডালখোলা থানার পুরানো একটি মামলায় ইসলামপুর থানা এলাকার বাসিন্দা আনোয়ার আলী, গৌরব বর্মন, রাহুল দেবনাথ, মহম্মদ আইয়ুবদের ভারতীয় দণ্ড বিধির ৩৯৯/৪০২ ও ২৫/২৭/৩৫ আর্মস এক্ট ধারায় গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ। মঙ্গলবার ইসলামপুর আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পাঠালে এসিজেএম বিচারক সৌরভ কুমার জানা রায় ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখিত মামলায় ঘটনার দিন থেকে ধৃতরা পলাতক ছিল। ডালখোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধৃত দুষ্কৃতিদের জেরা করেই এই চার দুষ্কৃতীর হদিস পায় পুলিশ। তবে সেই সময় থেকেই এই চার দুষ্কৃতী পলাতক ছিল।