নিউজডেস্ক: ২০২৩ সালের ১ সেপ্টেম্বর দিনটি নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস হিসাবে পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ । পুরো রাজ্যের পাশাপাশি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারম্বরে পুলিশ দিবস পালন করছে ইসলামপুর পুলিশ জেলা।এদিন তিস্তা পল্লীর পুলিশ লাইনে রক্তদান শিবিরের সূচনার মধ্য দিয়ে পুলিশ দিবসের শুভ সূচনা করেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং। পাশাপাশি এক প্রীতি ভলিবল ম্যাচে পুলিশ সুপার জসপ্রীত সিং, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ ইসলামপুর পুলিশ জেলার ডিএসপিরা ও অন্যান্য আধিকারিকরা অংশ নেন। এছাড়াও দুপুরে ইসলামপুর পুলিশ জেলার পাঁচটি থানা, হেড কোয়ার্টার, ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট আটটি দলের মধ্যে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অন্যদিকে মহিলা সিভিক ভলেন্টিয়ার ও মহিলা কনস্টেবলদের মধ্যেও একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন, শিবিরে মোট ৬০জন পুলিশকর্মী রক্তদান করবেন। ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির চলছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *