দূর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। ঘটনায় জখম গাড়িতে থাকা পুলিশকর্মী ও চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে।জানা যায় ইসলামপুর পুলিশ জেলার এন্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার ঝাঁ প্রবল বৃষ্টির মধ্যে নিজের ডিউটি করে পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি টোটকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ির চালক। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। কাঁচের টুকরো গিয়ে জয়ন্ত বাবুর মুখে আঘাত করে। পাশাপাশি আহত হয় গাড়ির চালকও
স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্ত বাবু ও চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে আসে
ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
প্রাথমিক চিকিৎসার পর জয়ন্ত বাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।