এবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে জাল লটারির টিকিটের পর্দা ফাঁস করতে একের পর এক অভিযান চালাচ্ছেন ইসলামপুর পুলিশ। চলতি মাসের ৫ তারিখে পুলিশ মিলনপল্লীর এলাকায় একটি লটারির দোকানে অভিযান চালিয়ে জান লটারি টিকিট উদ্ধার করে। অন্য দিকে লটারি বিক্রেতাদের অভিযোগ ইসলামপুর শহরে প্রচুর জাল লটারি কারবার চলছে যার ফলে আমাদের লটারির টিকিট বিক্রি হচ্ছে না। সাধারন মানুষ ঐ লটারি টিকিট কেটে নিচ্ছেন ভুল করে। তবে প্রশাসনের কাছে অনুরোধ যারা এই জাল লটারি বিক্রি করছেন তাদেরকে গ্রেফতার করা হোক। পাশাপাশি ইসলামপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ইসলামপুর শহরে প্রচুর জাল লটারি বিক্রেতা আছে। প্রশাসনের কাছে অনুরোধ এদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। ইসলামপুর থানার ডিএসপি ডিএনটি শ্যামসুন্দর বলেন, ইতিমধ্যে আমরা অভিযান চালিয়েছি এবং আমাদের কাছে কিছু খবর রয়েছে। পুলিশের নজরদারিও রয়েছে।আমরা তাদের গ্রেফতার করবো।