ধর্ষণের পর অন্তঃসত্ত্বা নাবালিকা।
ঘটনার পাঁচ মাস পরে প্রতিবেশীর নামে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারের সদস্যদের।
ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার এলাকায় তেরো বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের ব্যক্তির নাম হৃদয় সিংহ ৫৫ বছরের ব্যক্তি। পরিবারের লোকজনের অভিযোগ ,পাঁচ মাস আগে ভুট্টা ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে হুমকি দেয় পরিবারের সদস্য কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলবে।পাঁচ মাস পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন,করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে জানায় নাবালিকা অন্তঃসত্ত্বা। গোটা ঘটনাটি নিয়ে করণদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে করণদিঘী থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে পাঠায়। পরিবারের লোকজন সহ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
