আভা সরকার মন্ডল
প্রাণহীন হওয়ামাত্রই
মূল্য হারিয়ে শরীরগুলো লাশ হয়ে গেল
এখন তাঁরা একে একে স্তূপীকৃত হচ্ছেন মাঝারি আকারের লরির পাটাতনে ।
মাথা আর পা ধরে দুলিয়ে দুলিয়ে তাঁদের ছুঁড়ে দেয়া হচ্ছে,একের পর এক, লাশের উপর ।
পারফিউম এবং মৃত্যুর গন্ধই শুধু
শরীরগুলোকে জড়িয়ে থেকেছে আপনজনের মতো ।
কারও ফ্যাকাসে ঠোঁটের কোণে এখনও লিপষ্টিকের দাগ
কারও বুকপকেটে প্রেমিকার দীর্ঘশ্বাস–
কেউ ঘরে ফিরছিলেন, কেউ যাচ্ছিলেন ঘর ছেড়ে কর্মক্ষেত্রে ।
প্রিয়জনের বুকের উপর থেকে ছিটকে, চিরতরে হারিয়ে গেছেন যারা
তিরতির করে বয়ে চলা রক্তের গরম ধারা
চলার গতি থামিয়ে নিষ্প্রাণ করেছে যাদের,
তাঁদের মধ্যে কেউ কেউ এখন শুয়ে আছেন ঠান্ডা ঘরে বরফ কঠিন হয়ে
কেউ কেউ এ কোণে, ও কোণে পড়ে থেকে
উদ্ধারকারীদের দৃষ্টির সম্মুখে আসার অপেক্ষায়
স্থবির হয়েছেন ।
পুড়ে যাওয়ার জন্য পর্যাপ্ত আগুন
কিংবা সাড়ে তিন হাত মাটির জন্য
নিষ্প্রাণদের মধ্যে চলছে নিঃশব্দ যুদ্ধ
চিল শকুনদের ভয় জীবনের পরেও থেকেই যাবে — একথা ঘুণাক্ষরেও তাঁরা
ভাবেন নি কখনও …..