নিউজডেস্কঃ আপনার কোনো সময় মন ভালো না লাগলে কি করেন? ধরুন আপনার খুউব বিরক্ত লাগছে। তো আপনি কি করতে পারেন! তা করার তো অনেক কিছুই থাকে। কিন্তু তাই বলে প্লেন হাইজ্যাক হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় নিশ্চই লিখবেন না! কিন্তু করবো না, করবেন না, হবে না বলা হয়তো ভুল।কারন মানুষ কখন যে কি করে বসে আর তার ফলে কি মাশুল গুনতে হতে পারে তা স্পাইস জেটের এই যাত্রীর কান্ড দেখলে বোঝা যায়।
বিরক্তি থেকে মজা করে টুইট
নিছক বিরক্তি থেকেই টুইট। আর তার ফলেই পুলিশের জালে বিমানযাত্রী। জানা গেছে ২৫ শে জানুয়ারি এক যাত্রী দুবাই থেকে জয়পুরে যাত্রা করেছিলেন স্পাইস জেটের এসজি ৫৮ তে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরী অবতরন করাতে হয় বিমানকে। আর সেখানে ৪ ঘন্টার অপেক্ষা। পরে পৌনে দুটা নাগাদ বিমানটি জয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়।
বোকা বানানোর শাস্তি
সেই অপেক্ষার সময় নিছক বিরক্তির থেকেই একযাত্রী টুইটে বিমান হাইজ্যাক হয়েছে বলে পোস্ট করে। পোস্ট হতেই তা নজরে আসে বিমানবন্দর কতৃপক্ষের। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে নামানো হয়।শুরু হয় তল্লাশি। কিন্তু কিছু সময় পরই কতৃপক্ষ বুঝতে পারে টুইটটি নিছকই মজা করার জন্যে করা। পরে বাকি যাত্রীরাই ঐ টুইট করা যাত্রী কে পুলিশের হাতে তুলে দেয়। এবং তার নামে একাধিক ধারাতে মামলা রুজু করে পুলিশ।