নিউজডেস্ক: হয় না বলে কিছুই হয়তো নেই। চমৎকার এই পৃথিবীতেই হয়। তার জলজ্যান্ত প্রমান হল প্লেন দূর্ঘটনায় নিখোঁজ তিন বাচ্চার প্রায় ৪০ দিন পর জীবন্ত উদ্ধারের গল্প। তিনজনে কেই আমাজনের ( Amazon Forest) গভীর অরন্য থেকে উদ্ধার করে সেনাবাহিনী। সত্যি এই বেঁচে থাকার লড়াইটা একপ্রকারের miracle.
ঐ তিন বাচ্চার নাম জানা না গেলেও তাদের বয়স যথাক্রমে ১৩,১১,৯ ও ৪। উদ্ধার হওয়া বাচ্চারা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে অসুস্থ। তারা ডিহাইড্রেশনের শিকার। উদ্ধার হওয়া বাচ্চারা বর্তমানে চিকিৎসা ধীন।
জানা গেছে ১ লা মে এর প্রথম দিকে দুর্ঘটনাটি ঘটেছিল প্রপেলার বিমানে।সেই বিমানে সাতজন যাত্রী এবং একজন পাইলট ছিল। ইঞ্জিনের ব্যর্থতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করে।
এর পর ছোট বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেলেটারির একটি অনুসন্ধান দল ১৬ ই মে প্লেনটির ধ্বংসস্তূপ খুজে পায় ও তাতে মৃত তিনজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ পায়। এরপরই বেঁচে যাওয়া চার যাত্রীদের জন্য একটি উদ্ধারকারী দলের ১৫০ জন সদস্য, কুকুর নিয়ে তাদের সন্ধান শুরু করে । বিমানে থাকা তিনজন প্রাপ্তবয়স্ককে মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ ওই এলাকায় পাওয়া গেছে। জীবিত ছিল ঐ তিন বাচ্চা।
কলোম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো (Colombian President Gustavo Petro) বলেন “ঐ তরুণরা বেঁচে থাকার উদাহরণ”। তাদের গল্প “ইতিহাসে থেকে যাবে।”
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ