ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর ইনসাফ যাত্রা আজ সপ্তম দিনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে স্থানীয় বাস টার্মিনাসের এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভা শেষে এই DYFI এর এই ইনসাফ যাত্রা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে মীনাক্ষী মুখার্জী জানান মানুষ শেষ কথা বলবে। মানুষ নিজের যন্ত্রণা নিয়ে পথে হাঁটছেন। এবং আগামী ৭ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ কে সফল করার ডাকও দেন DYFI এর নেত্রী