উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস ডিপোতে ঝটিকা সফরে শুক্রবার এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পরিদর্শন করেন। তিনি ইসলামপুর ডিপোর নানান দিক তুলে ধরেন এবং ইসলামপুরে আরও দুটি বাস দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। তিনি জানান, ইসলামপুর ডিপো এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি লাভজনক ডিপো। ইসলামপুরে মাসে ৪৭ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়। আরো কোন কোন রুটে কিভাবে বাস চালানো যায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় বিভিন্ন ডিপোগুলো আমরা ঘুরে দেখি। তাহলে সমস্যাগুলো বোঝা যায়। সশরীরের না হলেও প্রতি মাসে আমরা সভা করি ।