নিউজডেস্ক: তৃনমূলেরর মধ্যে পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে এমনিতেই ঝামেলা লেগেই আছে। দলের তরফ থেকে টিকিট না পেয়ে অনেকেই দল বদল করে অন্য দলে গিয়ে প্রার্থী হয়েছে কেউ আবার গোজ প্রার্থী হয়েছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে, রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন ! ১০ থেকে ১২ লক্ষ টাকায় ভোটের টিকিট বিক্রি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি ও তাঁর স্বামী তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক আশরাফুল হক।
গত শুক্রবার রাতে নিজেদের বাসভবনে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, দলের তরফ থেকে টিকিট না পেয়ে এবছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে লড়াই করবেন। অন্য দিকে ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে শাসক দল। যদিও মন্ত্রী তজমুল হোসেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।