নিউজডেস্ক: তৃনমূলেরর মধ্যে পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে এমনিতেই ঝামেলা লেগেই আছে। দলের তরফ থেকে টিকিট না পেয়ে অনেকেই দল বদল করে অন্য দলে গিয়ে প্রার্থী হয়েছে কেউ আবার গোজ প্রার্থী হয়েছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে, রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন ! ১০ থেকে ১২ লক্ষ টাকায় ভোটের টিকিট বিক্রি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি ও তাঁর স্বামী তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক আশরাফুল হক।
গত শুক্রবার রাতে নিজেদের বাসভবনে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, দলের তরফ থেকে টিকিট না পেয়ে এবছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে লড়াই করবেন। অন্য দিকে ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে শাসক দল। যদিও মন্ত্রী তজমুল হোসেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ