অবশেষে দীর্ঘ আন্দোলনের পর দাবি পূরণ। দীর্ঘদিনের দাবি ছিল ইসলামপুর আলিনগর এলাকায় রেললাইনের ওপর ওভার ব্রিজের। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি ইসলামপুর সহ বিহারের বাসিন্দারা।এলাকার কাউন্সিলর সহ সাধারণ মানুষ বলছেন, দীর্ঘদিন ধরে এই ফ্লাইওভারের দাবি ছিলে। আজ সার্ভের কাজ শুরু হয় রেলের পক্ষ থেকে।যার ফলে এলাকার লোক যথেষ্ট খুশি। তারা বলছেন এই রেলগেট থাকার জন্য দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে হতো। পার্শ্ববর্তী রাজ্য বিহার ও বাংলার সংযোগকারী এই রেলগেট দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো রেল গেট বন্ধ হলেই। যার ফলে তাদের অসুবিধা সম্মুখীন হন।রেলওয়ে কর্তৃপক্ষ আজ ওই এলাকায় মাপামাপির অর্থাৎ সার্ভের কাজ শুরু হওয়ায় তারা আশার আলো দেখছেন ।এবার ফ্লাইওভারের কাজ শুরু হবে । তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
এলাকাবাসীর বলছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছেন, তারা একাধিক দপ্তরে জানিয়েছেন ।
