নিউজডেস্ক : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে তৃনমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় নব জোয়ার নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। অন্য দিকে তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা পঞ্চায়েত ভোটের আগে ফের একবার সংগঠনকে চাঙ্গা করার কাজ।
সেই মতোই আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেলগেট সংলগ্ন ব্লক তৃনমূল পার্টি অফিসে সাংগঠনিক সভা আয়োজন হয় INTTUC তরফ থেকে।এদিনের সভাতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, ব্লক তৃনমূল নেতা বাপ্পা সরকার, জেলা তৃনমূলের চেয়ারম্যান শচিন সিংহ রায়,INTTUC সভাপতি রামদেব সাহানি সহ অনেকেই।
আসন্ন পঞ্চায়েত ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েতে সব কটি আসন জয় করতে আগেভাগেই মাঠে নেমেছে INTTUC এমনটাই দাবি সংগঠনের কর্মীদের।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
