আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন সাক্ষী থাকলো এক মর্মান্তিক দুর্ঘটনার।বিদ্যুৎস্পৃষ্ট হলেন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল
সেনা জওয়ানদের এক স্থান থেকে অন্যত্র পোস্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন সাড়ে ন’টা নাগাদ সেই ট্রেন থামে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনের ট্যাঙ্কারে কতটা জল রয়েছে, তা মাপতে ওঠেন কয়েকজন জওয়ান। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা।
কি করে ঘটল দুর্ঘটনা ???
রেল লাইনের উপর থাকা ওভারহেডের হাইটেনশন লাইন স্পর্শ করে ফেলেন এক জওয়ান।সঙ্গে সঙ্গে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন সেনা জওয়ান।
পৌঁছেছেন আধিকারিকরা
তাঁদের উদ্ধার করে নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন মৃত্যু হয়েছে বলে খবর। বাকি চারজনের চিকিৎসা চলছে। যদিও সেনার তরফে এখনও মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন আরপিএফ, সেনা আধিকারিকরা
[…] বিদ্যুৎস্পৃষ্ট ৫ সেনা জওয়ান : মৃত ১ […]