ওয়েব ডেস্ক :মালদার রতুয়া দুই নং ব্লকের পীরগঞ্জের বড়কোলে একটি মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আর এক। মৃত যুবকের নাম সনু ঘোষ বয়স আনুমানিক পনেরো, বাড়ি ঝলঝলিয়ার সুভাষ কলোনি এলাকায়। দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয় ।
বাবার জন্যে ওষুধ কিনতে যাচ্ছিলেন
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে নটা নাগাদ সমীর সাহা ও সনু ঘোষ স্কুটিতে করে মালদার ঝলঝলিয়া থেকে সাতমারাতে বাবার জন্যে ওষুধ নিতে আসছিল। বরকল স্ট্যান্ডএর কাছে তাদেরকে ওভারটেক করতে গিয়ে একটি লরি স্কুটিতে ধাক্কা মারে । সমীর সাহা রাস্তার ধারে ছিটকে পড়লেও সনু ঘোষ পড়ে যায় লরির নিচে।
মাথায় আঘাত লেগে সেখানে মৃত্যু হয় সনু ঘোষের।
ঝলঝলিয়ার সুভাষপল্লীর বাসিন্দা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। জানা গেছে, মৃত সনু ঘোষের বাড়ি ঝলঝলিয়ার সুভাষ পল্লী এলাকায়। বাবার নাম পীযূষ শাহা। স্কুটিটি উদ্ধার করে পুখুরিয়া থানায় নিয়ে যাওয়া হয়। আহত সমীর ঘোষ কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।