বেপরোয়া বাইকের ধাক্কাতে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ।শনিবার সন্ধ্যাতে দুর্ঘটনাটি ঘটেছে করনদীঘি থানার বিকোরে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,করনদীঘি থানার পিছলা গ্রামের বাসিন্দা কমল সিংহ এদিন বিকোরহাটে গিয়েছিলেন সবজি কিনতে।হাট থেকে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগতিতে আসা বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে।মাটিতে লুটিয়ে পড়েন তিনি।পথচলতি মানুষেরা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নততর চিকিৎসার জন্য রেফার করেন।স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন,অত্যন্ত দরিদ্র পরিবারের বৃদ্ধটির পায়ের ফিমার হাড় ভেঙ্গেছে।তাকে চিকিৎসার জন্য কিষানগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ঘাতক বাইকটিকে আটক করা হয়েছে।বাইক চালক হাসপাতাল থেকে পলাতক।