সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের চৌরঙ্গী মোড়ে। জানা গিয়েছে, দার্জিলিং জেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মহেশ দাস তার স্ত্রী উষা দেবীকে নিয়ে দাদার বাড়িতে যাওয়ার জন্য এদিন ইসলামপুরে এসেছিলেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যেই বাসে তারা ইসলামপুরে এসেছিলেন সেই বাসটি চৌরঙ্গী মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময় তারা বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় হঠাৎ বাসটি এগিয়ে যায় এবং ওই মহিলা বাসের চাকার তলায় পরে গুরুতর আহত হন। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বাসের চালকে মারধর করতেও দেখা যায় উত্তেজিত জনতাদের মধ্যে কয়েকজনকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘাতক বাসটিকে ইসলামপুর থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।