সফরসূচি চুড়ান্ত জানালো জেলা বিজেপি
আগামী ১৬ এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থে নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসছেন নরেন্দ্র মোদি। সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার।
শহরে এসে উপস্থিত এসপিজি কর্তারা
শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে এসপিজি কর্তারা এসে পৌঁছান রায়গঞ্জে। দিনভর চলে সভার স্থল পরিদর্শন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বিজেপির কার্যকর্তারা আয়োজক হিসেবে তাদেরকে সহযোগিতা করেছেন। এদিন সভা স্থল , হেলিপ্যাড এবং রুট পরিদর্শন করা হয়। সূত্রে খবর হেলিপ্যাড হিসেবে তিনটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে । এরই সাথে নিরাপত্তা জানিত সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। এরপর আয়োজক বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন নিরাপত্তার আধিকারিকরা।
গোয়ালপাড়া মাঠে হবে জনসভা
জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন ১৬ তারিখ দুপুরে রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভা করবেন দুপুর একটায় নরেন্দ্র মোদি।আর নরেন্দ্র মোদির জনসভাকে সম্পুর্ন ভাবে সফল করতে সব রকমের ব্যবস্থা নিচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব।