বিরোধী শূন্য উত্তর দিনাজপুর জেলা পরিষদ। জেলা পরিষদের একমাত্র কংগ্রেসের সদস্য এবার তৃণমূলে যোগদান করেন।গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কংগ্রেসে বড়সড় ভাঙ্গন। এবার কংগ্রেসের একমাত্র জেলা পরিষদের সদস্য শাম তাবরেজ ওরফে বাবু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যোগদানকারী কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ্য ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় মোট ২৬ টি জেলা পরিষদের সদস্যের মধ্যে তিনটি জেলা পরিষদ কংগ্রেসের দখলে চলে যায়। নির্বাচনের ফলাফলের কয়েক মাসের মধ্যেই কংগ্রেসের দুটি জেলা পরিষদের সদস্য তৃণমূলে যোগদান করেন। বাকি একটি কংগ্রেসের ৭ নম্বর জেলা পরিষদের সদস্য শাম তাবরেজ ওরফে বাবু। তিনিও আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ফলে স্বাভাবিক ভাবেই জেলায় বিরোধী শূন্য। এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই যোগদান অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন তৃণমূলের নেতৃত্বরা।