সংবাদদাতা: নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর
ইসলামপুর:
বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত মিটিয়ে দেওয়া, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পূর্ণ স্বচ্ছতা ও কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি বাতিলের দাবিকে সামনে রেখে শনিবার ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ১১তম ত্রিবার্ষিক মহকুমা সম্মেলন।
ইসলামপুর মহকুমার বিভিন্ন শাখা থেকে বিপুল সংখ্যক শিক্ষক ও প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শিক্ষক সমাজ একত্রিত হয়ে তাঁদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে সরব হন এবং রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
সম্মেলন শেষে ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নতুন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সঞ্জয় মানি, আর সভাপতির দায়িত্ব পেয়েছেন সঞ্জিব কুমার বোস।
সম্মেলন মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আসন্ন জেলা সম্মেলনের পোস্টার। সংগঠনের নেতৃত্বদের সূত্রে জানা গেছে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার ১১তম জেলা সম্মেলন আগামী ২৩ নভেম্বর ইসলামপুর শহরের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা একবাক্যে বলেন,
“শিক্ষকদের বকেয়া ডিএ পরিশোধ, স্বচ্ছ নিয়োগ এবং নতুন শিক্ষানীতি বাতিল না হলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।”
📍 মূল দাবি:
- বকেয়া ডিএ দ্রুত পরিশোধ
- শিক্ষক নিয়োগে স্বচ্ছতা
- নতুন শিক্ষানীতি (NEP) বাতিল