নিউজডেস্ক: রাস্তার বেহাল অবস্থা ঘিরে চূড়ান্ত ক্ষোভ। রাস্তা তো নয় এ যেন মরনফাঁদ। ইসলামপুর মহকুমার পূর্ণিয়া মোড় থেকে সোনাপুর পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কের প্রায় ৮০ কিমি অবস্থা একেবারেই বেহাল হয়ে রয়েছে। চলতি বর্ষায় পিচের চাদর উঠে ছোটবড় অজস্র গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। প্রান হানিও হয়েছে অনেকের। যানবাহনের চালক থেকে সাধারণ মানুষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ। তাদের দাবি, বেহাল সড়ক দ্রুত মেরামত করা হোক। এদিন ঐ রাস্তা ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন ইসলামপুরের মহকুমাশাসক মোঃ আব্দুল শাহিদ। তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন।