নিউজডেস্ক: যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে রাজ্যে ততই পাইয়ে দেওয়ার ভাসন জোরদার হচ্ছে রাজনৈতিক দল গুলোর। রাজ্যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। যেখানে মহিলারা ৫০০ টাকা করে প্রতিমাসে পাচ্ছে। আর সেই লক্ষ্মীর ভান্ডারই বিজেপির কাছে বড় কাটা মনে হচ্ছে। তাই যেখানেই বিজেপির নেতারা বক্তব্য রাখছেন সেখানেই পাইয়ে দেবার বক্তব্য অনেকটা জায়গা দখল করে রাখছে। লক্ষ্মীর ভান্ডার যাতে বিজেপিকে ভোটে পিছিয়ে না দেয় সেই কারনে বিজেপি নারায়ন ভান্ডারের কথা বলতে শুরু করেছে। যেখানে ৫০০ বদলে ২০০০ টাকা করে দেওয়া হবে।

https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share
বিয়ে বাড়ির চরম মুহূর্তের সেই ভিডিও ভাইরাল

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার হুগলিতে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা হিসেবে নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন ।এদিন পাণ্ডুয়ার খন্যানে যুব মোর্চার এক সম্মেলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে ভাবছেন আমাদের বাড়ির মহিলাদের কিনে নিয়েছেন।’ এদিন তিনি আরও বলেন ‘গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়েছে, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। পাশাপাশি কর্মসংস্থানও করবে।

https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share
তৃনমূল ছেড়ে সিপিএমে ফিরছে

এখন দেখার বিষয় হলো মানুষের মন লক্ষ্মীর ভান্ডার না নারায়নের ভান্ডারে যায়? না কি পাইয়ে দেওয়ার এই রাজনীতি থেকে উল্টো পথে হেঁটে তার অন্য কোনো রাজনৈতিক দলের হাত ধরে! সবটাই এখন সময় বলবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *