মহিলাদের বিকল্প আয়ের পথ দেখাতে উদ্যোগ নিলেন
নাবার্ড ও দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি । বুধবার চোপড়ার লালবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির উদ্বোধন করা হয় । জানাযায়, ঘীরনিগাঁও ও দাসপাড়া অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলাকে সাত দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হবে । যাতে মহিলারা আত্মনির্ভর ও জীবিকা উপার্জন করতে পারে । সোসাইটির কর্ণধার আনিসুর রহমান জানান, গ্রামীণ মহিলাদেরকে উপার্জনমুখী করতে মাশরুম চাষের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, পরবর্তীতে তারা যেন বাড়িতে মাশরুম চাষ করে উপার্জন করতে পারেন । এদিন উপস্থিত ছিলেন নাবার্ডের ডিডিএম অর্ণব প্রামানিক, দাসপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ নয়ন মন্ডল, দাসপাড়া গ্রাম পঞ্চায়েত উপ প্রধান জিল্লুর রহমান সহ আরো অনেকে । নাবার্ডের ডিডিএম জানিয়েছেন, নাবার্ড এর সহযোগিতায় ও দাসপাড়া নবদিশা সোসাইটির উদ্যোগে এলাকার প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের কে আত্মনির্ভর করতে ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *