নিউজডেস্কঃ বছর ১৪ এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার সাহাপুর গ্রামে। মৃত ঐ কিশোরের নাম মহম্মদ সেনামুল । পরিবারের অভিএ, দুস্কৃতিরা কিশোরকে ধারলো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে গেছে ।তবে খুন করার কারন নিয়ে ধোয়াসা রয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ইসলামপুর পুলিশ জেলার উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরিবার তরফে অভিযোগ
পরিবার তরফে এদিন জানানো হয়, আজ সকালে তিন ভাইকে নিয়ে জমিতে শাঁক তুলতে গিয়েছিল সেনামুল। ভাইরাই দুপুরের দাদার মৃত্যুর খবর দেয় বাড়িতে।। পরিবার লোকজন ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেনামুলকে কিশোরের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে জানায় পটিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন কিশোরের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। কি কারনে কারা কিশোরকে খুন করলো পুরো বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।