উত্তর দিনাজপুর, চোপড়া: আবারও এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগোছ গ্রামে। মৃত শ্রমিকের নাম রোহিমুদ্দিন, বয়স আনুমানিক ২৫ বছর।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন রোহিমুদ্দিন। দুর্ভাগ্যজনকভাবে, দিল্লি থেকে বাড়ি ফেরার পথেই ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, রোহিমুদ্দিন দীর্ঘ দিন ধরে দিল্লিতে একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন। বাড়ি ফেরার পথে মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে রেল পুলিশ ফোন মারফত তার পরিবারকে এই খবর জানায়।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানা গেছে, রোহিমুদ্দিন দিল্লি থেকে একাই বাড়ি ফিরছিলেন। ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হলো, তা এখনও পরিষ্কার নয়। এই রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে ।