নিউজডেস্ক: ইসলামপুর শহরে বহু প্রতীক্ষিত মুক্তমঞ্চ আজ উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। তিনি জানান এইচআরবিসের ফান্ড থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় এই মুক্তমঞ্চের নির্মাণ করা হয়েছে।তিনি আরো জানান, এই মুক্ত মঞ্চ নির্মাণ হওয়াতে সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষ ও সাধারণ মানুষ আজ খুশি।
ইসলামপুরে নিউ টাউন এলাকায় নতুন এই মুক্তমঞ্চের শুভ উদ্বোধন হলো। ফিতে কেটে ফলক উন্মোচন করে আজ ২৫ শে বৈশাখের দিন মুক্তমঞ্চের শুভ উদ্বোধন হল আজ।আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলি ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকে ইসলামপুর দাবি জানিয়ে আসছিল একটি মুক্ত স্টেজের।অবশেষে তাদের এই দাবি পূরণ হওয়াতে তারা বেজায় খুশি। অন্যদিকে, আজ সকালে প্রভাতফেরির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ছোটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২৫ শে বৈশাখ অনুষ্ঠানটি পালিত হ।
- কলেজ দিনের বালক
- মাধ্যমিকের ভয় কাটাতে “মক টেস্ট” — নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অনুপ্রেরণামূলক উদ্যোগ
- (no title)
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা