সন্দেশখালির মহিলারা পারলে রাজ্যের অন্যত্র সমানভাবেই অত্যাচারিত মহিলারাও একই ভাষাতে জবাব দিতে পারবেন। মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের পালসা লক্ষ্মী মন্দিরে উত্তর দিনাজপুর জেলার ওবিসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক সন্মেলন। এই দিনের সন্মেলন উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার, বিজেপি মাইনোরিটির মোর্চার জেলা সভাপতি অমিত সাহা, জেলা সহ সভাপতি সুভাষ গোস্বামী সহ বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী করনদিঘির বিধায়ক গৌতম পালকে নাম না করে বলেন, করনদিঘির সাহেনশা যিনি পঞ্চায়েতে ভোট লুঠ করেছে সেই সাহেনশাকে বুঝিয়ে দিন আপনাদের দিন শেষ।সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচার হয়েছিল।আজ তারা রুখে দাঁড়িয়েছে।সন্দেশখালির মহিলারা পাড়লে আপনারাও পারবেন। আপনারাও এই সাহেনশাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।নইলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের কাছে পৌছাবে না।