মেয়ের বাড়িতে ঘুরতে গিয়ে বিয়াই এবং বিয়ানের হাতে প্রান হারাতে হল বিয়ানের। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দরগাঁও গ্রামে। ইসলামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবার অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, ইসলামপুর থানার কালনাগিনি গ্রামের বাসিন্দা আন্না তালুকদারের মেয়ের রাখি তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছিল কুন্দরগাঁও গ্রামের বাসিন্দা রামপদ দাসের ছেলে রঞ্জিত দাসের । রাখি অন্তসত্বা হওয়ায় শনিবার আন্নাদেবী মেয়ে দেখতে যায়। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার সঙ্গে ছেলে রঞ্জিতের বিবাদ চলছিল। শনিবার বিকালে এই বিবাদ আরো চরমে পৌছায়। বাবা ও ছেলের সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে মারামারি করতে গেলে দুই পক্ষকে প্রতিবেশী এবং বিয়ান আটকে দেয়। জামাইকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। সেই সুযোগেই বিয়ানকে খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে বলে অভিযোগ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের লোকেরা দেহটি ইসলামপুর হাসপাতালে নিয়ে এসেছে। মৃতের পরিবাররের পক্ষ থেকে বিয়াই এবং বিয়ানের বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।