বাবা মায়ের ঝগড়ার কারনে চরম ক্ষতি হয়ে গেলো দুই সন্তানের। মাতৃ হারা হলো দুই সন্তান। এমনই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ইসলামপুর থানার অন্তর্গত সুজালী কমলাগাঁও গ্রাম পঞ্চায়েতের গমিরগছ গ্রামের মাদ্রাসা হাট এলাকায়। স্বামীর সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে স্ত্রী।এমনটাই দাবি মৃতার বাড়ির লোকেদের। মৃতার নাম তাহেরা খাতুন, বয়স আনুমানিক ৩২ এর কাছাকাছি। স্বামীর নাম সাব্বির আলম। পরিবার সূত্রে জানা গিয়েছে, কোনো কারন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। সাব্বির আলম জুয়া খেলে বলে জানান তাহেরার মামা আইনুল হক। যা নিয়েই ঝামেলা। এই ঝামেলার কারনে আত্মঘাতী হয় ঐ মহিলা।
তাহেরা খাতুনের শশুর বাড়ির লোক পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার খবর শুনে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহকে ইসলামপুর পুলিশ মর্গে নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।অন্য দিকে নিজের মেয়েকে হারিয়ে পরিবারের লোকেরা আর্তনাদ করার পাশাপাশি ছোটো ছোটো দুই সন্তান মা হারা হয়ে গেলো কি অপরাধে সেই জবাব ও চাইছে তারা।
