নিউজডেস্কঃ আগে ‘মওত কা কুয়া’ খেলা দেখেনি এমন লোকের সংখ্যা কমই আছে।বর্তমান সময়ে এই খেলা কম দেখা গেলেও বড়ো মেলা গুলোতে দেখা যায়। গতকাল অর্থাৎ রবিবার আসানসোলে মুক্তাইচন্ডী মেলায় এই খেলা কে ঘিরে এক দূর্ঘটনা ঘটে। সেখানে ৯ জন আহত হয়। তাদের মধ্যে একজন শিশু ও একজন মহিলা ছিলেন।
কি হয়েছিল গতরাতে
জানা গেছে, গতকাল অন্য দিনের চেয়ে ভীড় অনেকটাই বেশি ছিল। তখন মওত কা কুয়া খেলা চলছিল। সে সময় আচমকাই খেলার বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে নিচে পড়ে যায়। অন্য দিকে বাইকটা ভীড়ের মধ্যে গিয়ে বাইরে পরে। ঘটনার পর বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষ দৌড়া দৌড়ি শুরু করে। পুলিশ বেশ কিছুটা সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয়।
মেলা কতৃপক্ষের ভূমিকা
ঘটনা ঘটার সাথে সাথেই মেলা কতৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশের সহযোগিতায়। দুর্ঘটনা ঘটার পরেই মওত কা কুয়া খেলা বন্ধ করে দেয়।ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ SP সুকান্ত বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুনঃ