ওয়েবডেস্ক: বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের যোগদান করলেন শতাধিক মানুষ। মালদার রতুয়া ২ ব্লকের মির্জাতপুর স্ট্যান্ডে রবিবার কংগ্রেস নেতৃত্বের তরফে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মোস্তফা আলম, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের ব্লক ব্লক সভাপতি নিমাই বসাক ও নেতৃত্বরা। এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন কয়েকশো কর্মী সমর্থক
তৃণমূলকে উৎখাত করার ডাক
যোগদান সভা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। । আগামী দিনে কংগ্রেসের সাথে কাজ করার লক্ষ্যকে সামনে রেখেই এই যোগদান বলে জানান দলীয় নেতৃত্ব। এই যোগদান সভায় মূলতঃ তৃণমূল দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করেছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান আগামী দিনে তৃণমূল দলটাই থাকবেনা। মানুষ দলে দলে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে। আগামীতে পঞ্চায়েতে শক্ত হাতে লড়াই করবে কংগ্রেস।