নিউজডেস্ক: এক বা দুই নয়, চল্লিশটির বেশি সারমেয়কে ধর্ষণ করে খুন! অস্ট্রেলিয়ার এমন এক খবরে শোরগোল পড়েছে গোটা দুনিয়ায়। বিখ্যাত ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী স্বীকার করে নিয়েছে তার এই কীর্তি। জানা গেছে ঐ ব্যক্তি প্রাণীবিজ্ঞানী হওয়ায় অনেকে তাদের প্রিয় পোষ্যকে ঐ ব্যক্তির কাছে রেখে বেড়াতে যেতেন। আর সেই সুযোগকেই কাজে লাগাতেন ওই ব্যক্তি। সারমেয়গুলিকে ধর্ষণ করতেন তিনি। যতক্ষণ না তাদের মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত যৌন নির্যাতন চালাতেন বলে অভিযোগ। নিজের কীর্তির সেই প্রমান ভিডিও করে রাখতেন। শুনানির সময় আদালতে সেই ভিডিও চালানোর আগে কোর্ট রুম খালি করে দেন বিচারক। কারণ অনেকেই সেই পাশবিকতা সহ্য করতে পারবেন না। জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে কুকীর্তি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। অভিযুক্তকে নজিরবিহীন শাস্তির দাবি জানান সরকারি কৌশলী। তাঁর বিরুদ্ধে ৬০টি মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা জানাজানি হতে সোশ্যাল মিডিয়ায় ঐ ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। চরম থেকে চরম তম শাস্তির দাবি তুলেছে সকলে।