গোয়ালপোখর : বাইক চুরির ঘটনায় তিন পান্ডা কে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার একটি চোরাই বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে পাঞ্জিপাড়া এলাকায় বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। এরপর শনিবার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে বাইক চুরির তিন পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুই জনের বাড়ি গোয়ালপোখর এলাকায় ও একজনের বাড়ি বিহারের। রবিবার অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।